গোলাপের  মত মুখটি তোমার
চাঁদের মত হাসি,
হরিণের মত চোখ দুটি তাই
তোমায় এতো ভালোবাসি ।


কপাল জুড়ে ভ্রু'যুগল
আর ডাগর  ডাগর নাক,
রেশমি চুড়ি হাতে দিয়ে
আমাকে দেয় ডাক ।


তোমার মিষ্টি মুখের কথাগুলো
যেন সুরের বাঁশি,
হরিণের মত চোখ দুটি তাই
তোমায় এতো ভালোবাসি ।


নূপুর পায়ে ঝুমুর তালে
হেলে দুলে যায়,
লম্বা কেশর জড়িয়ে দিল
সে যে আমার গায় ।


কুসুম কোমল দেহ হতে
ঝরে পড়ে শশী,
হরিণের মত চোখ দুটি তাই
তোমায় এতো ভালোবাসি ।


তারিখ -১৩/০৮/২০০৮
স্থান -চন্ডিপুর, মণিরামপুর, যশোর-৭৪০০